WordPress WordPress Bangla

ওয়ার্ডপ্রেসের সর্বাধিক জনপ্রিয় ১০টি ফ্রি প্লাগইন

ওয়ার্ডপ্রেসের সর্বাধিক জনপ্রিয় ১০টি ফ্রি প্লাগইন

ওয়ার্ডপ্রেসের সর্বাধিক জনপ্রিয় ১০টি ফ্রি প্লাগইন

ওয়ার্ডপ্রেসের সর্বাধিক জনপ্রিয় ১০টি ফ্রি প্লাগইন: ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যেমন সহজ, ঠিক তেমনি এতে কিছু প্লাগইন যুক্ত করে উক্ত ওয়েবসাইটে বিভিন্ন আকর্ষণীয় বৈশিষ্ট্য বা সুবিধা যুক্ত করা যায়। আজ আমরা ওয়ার্ডপ্রেস এর জন্য তৈরি করা সর্বাধিক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ১০টি ফ্রি প্লাগইন নিয়ে আলোচনা করব।

একটি কার্যকর ও দৃষ্টিনন্দন ডাইনামিক ওয়েব সাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য অনলাইনে যে সকল ওয়েব এপ্লিকেশন সফটওয়্যার পাওয়া যায় তার মধ্যে নিঃসন্দেহে ওয়ার্ডপ্রেস সর্বাধিক জনপ্রিয়।

এছাড়া ওয়ার্ডপ্রেস ব্যবহার করা যায় ও বিনামূল্যে পাওয়া যায় এমন একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য সবার আগে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে নিতে হবে।

এরপর, ডোমেইনটি হোস্ট করার জন্য একটি ভালো মানের ওয়েব হোস্টিং সার্ভিস প্রদানকারীর কাছ থেকে ওয়েব হোস্টিং স্পেস কিনতে হবে।ওয়েব হোস্টিং স্পেস কেনার পর আমরা এবার ঐ হোস্টিং স্পেস এর রুট ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব।

কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়?

আপনি খুব সহজেই ডোমেইন হোস্টিং করার জন্য ওয়েব হোস্ট থেকে প্রাপ্ত সিপ্যানেল এর সফট্যাকুলাস অটো ইনস্টলার এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারবেন।

কোন সমস্যা হলে আমাদের ইমেইল বা কমেন্ট করে সাহায্য চাইতে পারেন। খুব দ্রুত উত্তর পাবেন।

এছাড়া কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় -এ বিষয়ে অনলাইনে প্রচুর টিউটোরিয়াল আছে। একটু খুঁজলেই পাবেন।

ওয়ার্ডপ্রেস এর সর্বাধিক জনপ্রিয় ১০টি ফ্রি প্লাগইন

১। জেটপ্যাক বাই ওয়ার্ডপ্রেস.কম (Jetpack by WordPress.Com)

জেটপ্যাক ওয়ার্ডপ্রেস এর মূল প্রতিষ্ঠান ওটোম্যাটিক দ্বারা উন্নয়নকৃত একটি অত্যন্ত শক্তিশালী ও বিভিন্ন ধরনের কাজে পারদর্শী প্লাগইন।

জেটপ্যাক’কে ওয়ার্ডপ্রেস এর সব চাইতে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ প্লাগইন বলা হয় এর বিভিন্ন বৈশিষ্ট্য পূর্ণ কার্যকারীতার জন্য। নিচে জেটপ্যাক এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হলো।

  • ওয়ার্ডপ্রেস সাইটকে ব্রুট ফোর্স এ্যাটাক (Brute force attack) থেকে সুরক্ষা প্রদান করে সাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
  • জেটপ্যাক এর মাধ্যমে একটি ওয়েবসাইটের প্রতিদিনের দর্শক সংখ্যা, সেশন, রেফারেল সাইট, পেজভিউ প্রভৃতি তথ্য জানা যায়।
  • কন্টাক্ট ফর্ম তৈরি করা যায়।
  • সাইট ম্যাপ তৈরি করা ও নিয়মিত আপডেট করা যায়।
  • বিভিন্ন সোস্যাল মিডিয়া সাইটে আর্টিকেল শেয়ার করা যায়।
  • একটি পৃষ্ঠায় ব্যবহৃত ছবি, ভিডিও প্রভৃতি নির্দিষ্ট সময় পরে অথবা প্রয়োজন মূহুর্তে লোড করার ব্যবস্থা করা যায়।
  • একটি আর্টিকেলের শেষে রিলেটেড আর্টিকেল ইমেজ থাম্বনেইল সহ প্রকাশ করা যায়।
  • ওয়েবসাইটের ডাউনটাইম ও আপটাইমের রেকর্ড রাখা যায়, ইত্যাদি।

২। আকিসম্যাট এন্টিস্পাম (Akismet Anti-Spam)

এর মাধ্যমে স্প্যাম কমেন্ট ব্লক করে দেয়া যায়।

৩। রিয়েলি সিম্পল এসএসএল (Really Simple SSL)

এই প্লাগইনটি একটি ওয়ার্ডপ্রেস সাইটকে সহজেই এসএসএল সার্টিফিকেট ব্যবহার করে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

৪। এএমপি (AMP – Accelerated Mobile Pages)

এটি মোবাইল ডিভাইসে দ্রুতগতিতে পেজ লোডিং এর জন্য তৈরিকৃত গুগল.কম এর একটি উদ্যোগ।

৫। ইওস্ট এসইও (Yoast SEO)

এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য ব্যবহৃত সবচাইতে জনপ্রিয় প্লাগইন।

৬। উকমার্স (WooCommerce)

ওয়ার্ডপ্রেস এর মূল প্রতিষ্ঠান অটোম্যাটিক দ্বারা উন্নয়নকৃত একটি অত্যন্ত জনপ্রিয় ই-কমার্স প্লাগইন।

৭। এড ইনসারটার (Ad Inserter) এবং অ্যাডভান্সড এডস (Advanced Ads)

ওয়ার্ডপ্রেস এর জন্য ডেভেলপকৃত অত্যন্ত শক্তিশালী ২টি গুগল এডসেন্স এড, এএমপি পেজ এড, ম্যানুয়াল ইমেজ ও টেক্সট এড, এফিলিয়্যাট এড প্রভৃতি এড ম্যানেজমেন্ট প্লাগইন।

৮। ডব্লিউ৩ টোটাল ক্যাচিং (W3 Total Cache)

ওয়ার্ডপ্রেস এর সবচাইতে জনপ্রিয় কেচিং ম্যানেজমেন্ট প্লাগইন। এর মাধ্যমে একটি ওয়ার্ডপ্রেস সাইট এর পেজ লোডিং স্পিড অনেকাংশেই বৃদ্ধি করা যায়।

৯। লগইনাইজার (Loginizer)

ওয়ার্ডপ্রেস এর জন্য ডেভেলপকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিকিউরিটি প্লাগইন।

এর মূল বৈশিষ্ট্য হচ্ছে- এই প্লাগইনটি একজন ভিজিটর ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার জন্য ৩ বার ভুল ইউজার নেম ও পাসওয়ার্ড দিলে তাকে ব্লক করে সাইটের সুরক্ষা নিশ্চিত করে।

১০। মনস্টার ইনসাইটস (MonsterInsights)

এই প্লাগইনটি গুগল এনালাইটিক্স এর সাথে যুক্ত হয়ে এর বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সহজে বোঝা যায় এমন একটি ইন্টারফেসের মাধ্যমে প্রকাশ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *