WordPress WordPress Bangla

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট পরিবর্তন করার পদ্ধতি

ওয়েবসাইটে বাংলা ফন্ট

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট, ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট পদ্ধতি । বর্তমানে যারা ব্লগিং করে তাদের মধ্যে বেশীরভাগ ব্লগার, ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে থাকে।

ফ্রি থিম, প্লাগিন এবং সহজে কাস্টমাইজেশন সুবিধা থাকার কারনে ওয়ার্ডপ্রেস সিএমএসের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করে কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই সব রকমের কাজ খুব সহজেই করে ফেলা যায় । এই প্লাগিন ব্যবহার করেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট পরিবর্তন করা সম্ভব ।

বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে, বাংলা লেখাগুলোকে আরও বেশী আকর্ষনীয় করে তোলার জন্য, বাংলা ফন্ট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক আকর্ষণীও ডিজাইনের বাংলা ফন্ট বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই ।

কিন্তু আমরা অনেকেই জানি না যে, কিভাবে এই আকর্ষণীও ডিজাইনের বাংলা ফন্ট আমাদের নিজেদের ওয়েবসাইটে ব্যবহার করব অথবা আমাদের ওয়েবসাইটে থাকা বাংলা ফন্ট কে কিভাবে পরিবর্তন করব । তাহলে চলুন জেনে নেওয়া যাক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট পরিবর্তন করার পদ্ধতি ।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল

আমরা যারা বাংলায় ব্লগিং করি তাদের মধ্যে অনেকেরই বাংলা ফন্ট নিয়ে একটা খুঁতখুঁতে ভাব হয়েছে । আর এই খুঁতখুঁতে ভাব থাকার প্রধান কারণ হল ডিফল্ট বাংলা ফন্টের ডিজাইন খুব একটা সুন্দর না।

বেশ কিছু সিস্টেমে বাংলা ফন্ট ওয়েবসাইটে ইন্সটল করা যায় বা ওয়েবসাইটের বাংলা ফন্ট চেঞ্জ করা যায় । আজকের আলোচনায় দুইটি পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট পরিবর্তন করা শিখব ।

পদ্ধতি-১ঃ হিন্দ শিলিগুড়ি (Hind Siliguri)

হিন্দ শিলিগুড়ি (Hind Siliguri) মূলত একটি গুগল ফন্ট, সেই সাথে বাংলা ফন্টের মধ্যে অনেক বেশী জনপ্রিয় একটি ফন্ট । গুগল ফন্ট প্লাগিন ব্যবহার করে খুব সহজেই এই ফন্টটি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করতে পারব ।

প্রথমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্লাগিন সেকশন থেকে গুগল ফন্ট (Google Font) প্লাগিন টি ইন্সটল করে, এক্টিভ করে নিতে হবে । এরপর আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এপেয়ারেন্স থেকে কাস্টমাইজ হতে গুগল ফন্টে গিয়ে ফন্ট নেমের জায়গায় Hind Siliguri লিখে সেভ করলেই আপনার ওয়েবসাইটের বর্তমান ফন্টটি পরিবর্তন হয়ে Hind Siliguri ফন্ট হয়ে যাবে। এই একই পদ্ধতি অনুসরন করে বাংলা ফন্ট Ballo Da 2 ও ব্যবহার করা যাবে । শুধুমাত্র হিন্দ শিলিগুড়ি এর জায়গায় Ballo Da 2 নির্বাচন করে দিতে হবে ।

শর্টকার্টঃ Dashboard => Appearance => Customize => Google Font =>Hind Siliguri / Ballo Da 2

hind-shiliguri

পদ্ধতি-২ঃ সোলায়মানলিপি (Solaimanlipi)

সোলায়মানলিপি হচ্ছে বাংলা ফন্টের মধ্যে আরও একটি বহুল জনপ্রিয় ফন্ট । এই ফন্টটি গুগলের ফন্ট নয়, সেই কারনে গুগল ফন্ট প্লাগিন ব্যবহার করে এটি আপনার ওয়েবসাইটে ইন্সটল করতে পারবেন না।

ওয়ার্ডপ্রেসে সোলায়মানলিপি ফন্ট ইন্সটল করার জন্য আলাদা প্লাগিন রয়েছে । ওয়ার্ডপ্রেসের প্লাগিন অপশন থেকে Bangla Web Font অথবা Bangla Font Solution প্লাগিন ইন্সটল করে এক্টিভ করলেই আপনার ওয়েবসাইটের সমস্ত ফন্ট অটোমেটিকভাবে সোলায়মানলিপি ফন্টে পরিবর্তন হয়ে যাবে ।

শর্টকার্টঃ Dashboard => Appearance => Plugin => Add New => Bangla Web Font or Bangla Font Solution => Install => Active 

web-bangla-font

আমরা আশা করছি উপরে উল্লেখ করা পদ্ধতি অনুসরন করে খুব সহজেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট পরিবর্তন করতে পারবেন। এর পরেও যদি ওয়েবসাইটে বাংলা ফন্ট পরিবর্তন করতে আপনাদের কোন সমস্যা হয়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা দ্রুততার সাথে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো।

আপনি যদি ভালো মানের ডোমেইন ও হোস্ট কোম্পানি কাজ থেকে আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে চান তাহলে যোগাযোগ করুন web71.net

Comment (1)

  1. কীভাবে ডোমেইন ট্রান্সফার করবেন? জেনে নিন - W3 TECHNIQUES
    November 4, 2021 Reply

    […] ওয়েবসাইট মালিক বা ব্লগার আছেন যারা তাদের […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *