
আমরা অনেকেই নিজেদের ওয়েবসাইটের ভালো পারফরমেন্স এর জন্য VPS ইউজ করতে চাই। তবে শুধু VPS নিলেই তো আর ওয়েবসাইট হোস্ট করা যায় না ওটার জন্য প্রয়োজন হয় কন্ট্রোল প্যানেল। সবচেয়ে জনপ্রিয় কন্ট্রোল প্যানেল হচ্ছে cPanel এবং তার পরেই আছে Plesk তবে এসব কন্ট্রোল প্যানেলের লাইসেন্সের দাম অনেক বেশি। cPanel এর লাইসেন্সের জন্য প্রতি মাসে 13-20 ডলার দিতে হয়। সে ক্ষেত্রে VPS এর চেয়ে কন্ট্রোল প্যানেলের প্রাইসই বেশি হয়ে যায় তাই সবাই 1-5 টা ওয়েবসাইটের জন্য VPS সহ cPanel & Plesk এফোর্ড করতে পারে না। তবে cPanel & Plesk ছাড়াও আরো অনেক ফ্রি কন্ট্রোল প্যানেল রয়েছে যেগুলো আমরা ফ্রিতে VPS এ ওয়েবসাইট হোস্ট করার জন্য ব্যবহার করতে পারি। ফ্রি কন্ট্রোল প্যানেল গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ কন্ট্রোল প্যানেল হচ্ছে VestaCP এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে VPS এ VestaCP ইনস্টল করে ওয়েবসাইট হোস্ট করতে হয়। এই পদ্ধতিতে আপনি যেকোন প্রোভাইডারের কাছ থেকে VPS নিয়ে তাতে আপনার ওয়েব সাইট হোস্ট করতে পারবেন। কম দামে ভালো VPS নিতে ভিজিট করুন W3 Techniques এর ওয়েবসাইট।
How to install vestacp on centos VPS
Step 1. Buy a VPS
Step 2. Register a Domain
Step 3. Create Hostname on VPS # hostnamectl set-hostnamectl
Step 4. install Vestacp
Setp 5. Configure Nameserver and DNS
Setp 6. Add File manager
Step 7. Add new domain with the nameserver
Step 8. Install WordPress on new domain
== Install file manager on VestaCP ==
Step 1: Login Using ssh with root user
Step 2: Open vesta.conf file
Using this command
vi /usr/local/vesta/conf/vesta.conf
Press insert key and edit this file
step 3: Add FILEMANAGER_KEY=’ILOVEREO’ line
Step 4: Press Ctrl+X and write :exit
Step 5: login vestacp control panel and check.