WordPress WordPress Bangla

কীভাবে ডোমেইন ট্রান্সফার করবেন? জেনে নিন

ডোমেইন ট্রান্সফার

কীভাবে ডোমেইন ট্রান্সফার করবেন?

অনেক ওয়েবসাইট মালিক বা ব্লগার আছেন যারা তাদের ডোমেইন অন্য ডোমেইন কোম্পানিতে ট্রান্সফার করতে চায়। কিন্তু সঠিক গাইডলাইন বা তথ্যের অভাবে তারা তাদের ডোমেইন অন্য কোম্পানিতে স্থানান্তর করতে পারছে না। আজ, এই আর্টিকেলের মাধ্যমে, আমরা আপনাদের দেখাব কীভাবে খুব সহজেই ডোমেইন ট্রান্সফার করবেন।

ডোমেইন নেম স্থানান্তর করার অনেক কারণ থাকতে পারে। কিন্তু বেশির ভাগ মানুষ ডোমেইন ট্রান্সফার করে কারণ তারা ডোমেইন রিনিউ করার সময় টাকা বাঁচাতে চায়। কারণ আমরা যখন ডোমেইন কিনি তখন এর দাম কম থাকে। কিন্তু যখন সেই ডোমেইন রিনিউয়ের সময় আসে,

তখন আমাদের ডোমেইন রিনিউ করার জন্য অনেক বেশী টাকা দিতে হয়। এই কারণেই বেশিরভাগ লোক সেই কোম্পানি থেকে ডোমেইনটি রিনিউ না করে অন্য কোম্পানিতে সরিয়ে নেয়। আবার অনেকে, তাদের বর্তমান সার্ভিস প্রোভাইডার কোম্পানির খারাপ সার্ভিসের কারণেও ডোমেইন অন্য কোম্পানিতে ট্রান্সফার করে থাকেন।

ডোমেইন ট্রান্সফার কি?

ডোমেইন ট্রান্সফার হল আপনার ডোমেইন নাম এক রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্টার কোম্পানিতে ট্রান্সফার বা সরিয়ে নেওয়া করার প্রক্রিয়া। আরও সহজ ভাষায় বলতে গেলে, একটি ডোমেইন নেম সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে রেজিস্ট্রার থেকে অন্য ডোমেইন নেম সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে ডোমেইন স্থানান্তরের প্রক্রিয়াকে ডোমেইন ট্রান্সফার বলে।

ডোমেইন ট্রান্সফার করার জন্য যা প্রয়োজন

সফলভাবে ডোমেইন ট্রান্সফার করার জন্য কিছু জিনিসের প্রয়োজন হবে। নিচে সেগুলো উল্লেখ করা হল-

  • ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল আপনার কাছে থাকতে হবে
  • ডোমেইনটি কমপক্ষে 60 দিনের জন্য রেজিস্টার হতে হবে।
  • যদি ডোমেইন টি আগে স্থানান্তর করা হয়ে থাকে, তাহলে নতুন করে স্থানান্তরের জন্য এটি অবশ্যই 60 দিনের বেশি হতে হবে।
  • আপনার বর্তমান রেজিস্ট্রার কোম্পানি থেকে ডোমেইনটি অবশ্যই আনলক করতে হবে।
  • ডোমেইনে Whois বা অন্য কোন সিকিউরিটি অন করা থাকলে তা অফ করতে হবে।
  • ডোমেইন ট্রান্সফার কোড প্রয়োজন হবে।
  • ডোমেইন ট্রান্সফার করার জন্য আপনার ডোমেইনের একটি অ্যাক্সেসযোগ্য ইমেল ঠিকানা থাকতে হবে।

ডোমেইন ট্রান্সফার করার প্রসেস

  • প্রথমে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপডেট করুন
  • আপনার ডোমেইন আনলক করুন.
  • অথোরাইজেশন কোড জেনারেট করুন এবং সংরক্ষন করুন
  • এরপর কনফার্ম হন যে আপনার ডোমেইন স্থানান্তরের জন্য যোগ্য।
  • আপনার নতুন রেজিস্ট্রারের সাথে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
  • অথোরাইজেশন কোড লিখুন.
  • ডোমেইন স্থানান্তর অনুমোদন করুন।
  • আপনার ডোমেন স্থানান্তরের জন্য অর্থ প্রদান করুন।
  • ডোমেইন স্থানান্তর কনফার্ম করুন।

যদি কোন কারণে Domain unlock অপশন, অথোরাইজেশন কোড জেনারেট করার অপশন অথবা অথোরাইজেশন কোড বসানোর অপশন খুঁজে না পান তাহলে আপনার ডোমেইন রেজিস্ট্রার কোম্পানিতে যোগাযোগ করুন।

ডোমেইন ট্রান্সফার করার পদ্ধতি

আজকের আর্টিকেলে আমরা Godaddy থেকে NameCheap এ ডোমেইন ট্রান্সফার করে দেখাব। এই প্রসেসেই আপনারা আপনাদের বর্তমান ডোমেইন নেম প্রোভাইডার কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার করতে পারবেন। ডোমেইন নেম ট্রান্সফার করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

Godaddy থেকে NameCheap এ ডোমেইন ট্রান্সফার করার পদ্ধতি

  • প্রথমে আপনার ডোমেইন প্যানেলে লগইন করুন। এরপর product সেকশনে প্রবেশ করুন। Godaddy হলে সরাসরি এই লিংকে প্রবেশ করুন ।Godaddy-domain-page
  • এরপর আপনি যে ডোমেইন টি ট্রান্সফার করতে চান তার ডান পাশে থাকা Manage অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে Additional Settings এর নিচে Domain Lock On দেখতে পাবেন। এটি Off করার জন্য Edit অপশনে ক্লিক করুন।
  • এরপর বাটন টি টগল করে Domain Lock অফ করে দিন।
  • Domain Lock অফ করার পর আপনি নিচের ছবির মত Domain Lock Off লেখা দেখতে পাবেন। Domain Lock টি অফ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে।
  • এরপর Authorization Code (অনেক জায়গায় EPP কোড নামে থাকতে পারে) প্রয়োজন হবে। Authorization Code পাওয়ার জন্য সেম পেজের নিচের দিকে Get Authorization Code এ ক্লিক করুন।
  • Get Authorization Code এ ক্লিক করার পর আপনার রেজিস্টার করা ইমেইলে একটি কোড মেইলের মাধ্যমে পাঠানো হবে। আপনি আপনার ইমেইলে প্রবেশ করে কোডটি সংগ্রহ করুন।
  • এরপর আপনারা আপনাদের ডোমেইন যে নতুন কোম্পানিতে ট্রান্সফার করতে চান সেই কোম্পানির ডোমেইন প্যানেলে লগইন করুন। আমি আমার ডোমেইন নেমচিপে ট্রান্সফার করব তাই নেমচিপের প্যানেলে লগইন করছি।

namecheap

  • এরপর Domains এর উপর কার্সর রেখে ড্রপ ড়াউন মেনু থেকে Domain Transfer এ ক্লিক করুন।

namecheap

  • পরবর্তী পেজে Easy Domain Transfer এর নিচের ফাকা ঘরে যে ডোমেইনটি ট্রান্সফার করতে চান তা লিখে Transfer বাটনে ক্লিক করুন।

namecheap

  • যদি উপরের কাজ গুলো ঠিক মত কমপ্লিট করে থাকেন তাহলে নিচের ছবির মত Congratulations! Your Domain example.com is eligible for transfer লেখাটি দেখতে পাবেন।
  • এরপর Authorization Code এর ডান পাশের ফাঁকা ঘরে মেইলে পাওয়া Authorization Code টি কপি করে পেস্ট করে, বাম পাশের নিচের কর্নারে থাকা Yes to ALL লেখার বাম পাশের চেকবক্সে টিক মার্ক দিয়ে, ডান পাশের Buy Icon এ ক্লিক করুন।
  • এরপর স্ক্রিনের ডান পাশের View Cart অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে WhoisGuard অপশনটি এনাবল করে Confirm Order বাটনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে Pay Now অপশনে ক্লিক করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করুন।
  • পেমেন্ট প্রসেস কমপ্লিট করার পর Domains এ ক্লিক করে যে ডোমেইন টি ট্রান্সফার করেছেন তার ডান পাশে থাকা Manage অপশনে ক্লিক করে Sharing & Transfer ট্যাবে ক্লিক করুন। Sharing & Transfer এর নিচে Trasnfer Will Begin লেখাটি দেখতে পাবেন।
  • এরপর ২০ – ৩০ মিনিট অপেক্ষা করে পেজটি রিফ্রেশ দিন। এরপর আপনারা নিচের ছবির মত Awaiting release from Previous Register লেখাটি দেখতে পাবেন।
  • এই লেখাটি দেখার পর আপনারা পূর্বের ডোমেইন প্রোভাইডারের প্যানেলে ফিরে যান। আমি Godaddy এর প্যানেল থেকে Domain Setting প্রবেশ করে Pending Transfer Out লেখা এর ডান পাশে থাকা View Details এ ক্লিক করুন।
  • এরপর Pending Transfer পেজে Accept or Decline লেখাতে ক্লিক করুন।
  • এরপর কিছুক্ষন অপেক্ষা করার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের ডোমেইনটি ট্রান্সফার কমপ্লিট হয়েছে।

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা আপনাদের ওয়েবসাইটের ডোমেইন ট্রান্সফার করতে পারবেন। আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

Comments (259)

  1. escape roomy Lista
    July 6, 2024 Reply

    Great info and straight to the point. I am not sure if this is really the best place
    to ask but do you people have any ideea where to get some professional writers?
    Thanks in advance 🙂

  2. PaulineD
    July 7, 2024 Reply

    Very interesting points you have noted, appreciate it for posting..

  3. MichaelStype
    July 11, 2024 Reply

    medicine in mexico pharmacies
    https://cmqpharma.com/# mexico drug stores pharmacies
    mexican drugstore online

  4. JamesMobic
    July 24, 2024 Reply

    doxycycline no prescription best prices: 3626 doxycycline – doxycycline online without prescription

  5. ArnoldVub
    July 31, 2024 Reply

    buying from online mexican pharmacy mexico pharmacy mexican rx online

  6. NelsonCor
    July 31, 2024 Reply

    mexican mail order pharmacies: mexican rx online – medicine in mexico pharmacies

  7. WayneCus
    July 31, 2024 Reply

    best online pharmacies in mexico: mexican rx online – buying prescription drugs in mexico

  8. ArnoldVub
    August 2, 2024 Reply

    reputable mexican pharmacies online mexico pharmacy mexican rx online

  9. ArnoldVub
    August 3, 2024 Reply

    buying prescription drugs in mexico mexican rx online purple pharmacy mexico price list

  10. Matthewmof
    August 5, 2024 Reply

    where to get nolvadex: buy tamoxifen – benefits of tamoxifen

  11. Robertacams
    August 5, 2024 Reply

    prednisone 10mg price in india 54 prednisone can i buy prednisone from canada without a script

  12. Tomastal
    August 7, 2024 Reply

    viagra originale in 24 ore contrassegno: viagra farmacia – viagra 50 mg prezzo in farmacia

  13. Randybat
    August 8, 2024 Reply

    viagra originale in 24 ore contrassegno: viagra senza ricetta – dove acquistare viagra in modo sicuro

  14. Tomastal
    August 8, 2024 Reply

    comprare farmaci online con ricetta: kamagra gold – acquistare farmaci senza ricetta

  15. Tomastal
    August 8, 2024 Reply

    farmaci senza ricetta elenco: Avanafil 50 mg – farmacia online

  16. Tomastal
    August 9, 2024 Reply

    viagra originale recensioni: viagra prezzo – viagra ordine telefonico

  17. Randybat
    August 9, 2024 Reply

    acquistare farmaci senza ricetta: Avanafil 50 mg – farmacie online affidabili

  18. Lestersiz
    August 9, 2024 Reply

    farmacie online affidabili: Avanafil 50 mg – farmacia online piГ№ conveniente

  19. Douglasinsed
    August 13, 2024 Reply

    mexico drug stores pharmacies: Medicines Mexico – medication from mexico pharmacy

  20. Douglasinsed
    August 13, 2024 Reply

    buying prescription drugs in mexico online: Mexico pharmacy online – mexican online pharmacies prescription drugs

  21. Douglasinsed
    August 14, 2024 Reply

    Online medicine order: indian pharmacy – best online pharmacy india

  22. Douglasinsed
    August 15, 2024 Reply

    cheapest online pharmacy india: indian pharmacy – Online medicine home delivery

  23. Douglasinsed
    August 17, 2024 Reply

    erectile dysfunction medicine online: ed medications cost – online erectile dysfunction medication

  24. JamesJup
    August 19, 2024 Reply

    lisinopril 10 mg tablet: zestril discount – zestril 5mg price in india

  25. Scottfaush
    September 4, 2024 Reply

    1вин официальный сайт: ван вин – 1вин сайт

  26. Scottfaush
    September 6, 2024 Reply

    1xbet официальный сайт: 1xbet – 1xbet скачать

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *