কিভাবে বাংলাদেশে হোস্টিং রিসেলার বিজনেস শুরু করবেন? / How to start hosting reseller business in Bangladesh?
আপনি কি উদ্যোক্তা হতে চান? সেক্ষেত্রে নিজের একটি ওয়েবহোস্টিং বা আইটি ব্যবসায় থাকা বর্তমান সময়ে দারুন একটি ব্যাপার। যেহেতু ইন্টারনেটের ব্যবহারকারী দিন দিন বাড়তেছে সেই সাথে তাল মিলিয়ে বেড়ে চলছে ওয়েবসাইটের সংখ্যা। তাই এটিই উপযুক্ত সময় ওয়েবহোস্টিং বিজনেস শুরু করার। যদি আপনি নিজের হোস্টিং বিজনেস শুরু করার কথা ভেবে থাকনে তাহলে এই পোষ্টের গাইডলাইন গুলো আপনাকে সাহায্য করবে সফল ওয়েব হোস্টিং ব্যবসায় শুরু করার জন্য। অনেকেই সার্ভার বা ডলারের পেমেন্টের জটিলতার কারনে এই ব্যাবস্যায় শুরু করতে চান না। এই পোষ্টের গাইডলাইন ফলো করলে আপনি বাংলাদেশী টাকায় হোস্টিং রিসেলার নিয়ে বিজনেস শুরু করতে পারবেন।